বেকারত্ব দেশের উন্নয়নের প্রধান সমস্যা। বিশ্বের বিভিন্ন দেশেই বিভিন্ন হারে এই বেকারত্বের সংখ্যা বিদ্যামন। তবে দরিদ্র দেশ গুলো বেকারত্ব সমস্যা নিয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। বর্তমান বাংলাদেশ সরকার এই বেকারত্বের হার দূরীকরনে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। এবং তরুণদের প্রতি প্রধানমন্ত্রী জানালেন বিশেষ আহ্বান।
চাইলে যে কেউ উদ্যোক্তা হতে পারে। তাই পড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) সকালে নবম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ হবে বাংলাদেশ। আর সেই লক্ষ্য অর্জনে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও যোগাযোগ ঠিক থাকলে পণ্য উৎপাদন কোনো সমস্যা নয়। আগামীতে খাদ্যপণ্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা যাবে করা যাবে। এজন্য বাজার খুঁজে বের করতে হবে, উৎপাদন করতে হবে আন্তর্জাতিক মানের পণ্য।
প্রযুক্তির মধ্যে দিয়ে তরুনদের বেকারত্ব দূরীকরনে বাংলাদেশ সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। ইতিমধ্যে প্রযুক্তির ব্যবহারে দেশে অনেকেটাই কমে গেছে বেকারত্বের সংখ্যা। এছাড়াও তরুণদের উদ্যেক্তা হয়ে উঠার লক্ষ্যে সরকার প্রদান করছেন নানা ধরনের সুযোগ-সুবিধা।