Friday , January 10 2025
Breaking News
Home / Entertainment / তমাকে ডিভোর্সের পর হিশাম : আমি আর সহ্য করতে পারছি না, শান্তিতে থাকতে চাই

তমাকে ডিভোর্সের পর হিশাম : আমি আর সহ্য করতে পারছি না, শান্তিতে থাকতে চাই

দীর্ঘদিন প্রেমের পর ২০১৯ সালে হুট করেই ভালোবাসা মানুষের সাথে সংসার বাঁধেন ঢাকাই চলচ্চিত্রের খুবই পরিচিত এক মুখ তমা মির্জা। কিন্তু দাম্পত্য জীবনে মাত্র কয়েক মাসের মধ্যে কলহ দেখা দেয় তাদের মাঝে। আর এরই মধ্যে এবার জানা গেল, তমা মির্জাকে ডিভোর্স দিলেন স্বামী হিশাম চিশতী।

তবে বিচ্ছেদের আগে তারা একে অপরের বিরুদ্ধে আনেন নানা অভিযোগ। আর এ ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত।

এরই ধারাবাহিকতার মধ্য দিয়ে অবশেষে ভেঙে গেল তাদের সংসার। গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছে সংসার ভেঙেছে এই তারকার। অনেক দিন ধরেই স্বামীকে ছেড়ে তিনি আলাদা থাকছেন। এদিকে হিশাম চিশতী নিশ্চিত করলেন, গত সেপ্টেম্বরের ৭ তারিখ উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি।

হিশাম বলেন, ‘বিয়ের পর থেকে বেশকিছু ঝামেলা তৈরি হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নেই।

এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।’

‘তার জন্য আমার শুভ কামনা রইল। আমি শান্তিতে আছি, থাকতে চাই’- যোগ করেন তমা।

তবে এই নোটিশের ব্যাপারে জানতে চাইলে তমা নিশ্চিত করেছেন, তিনি কোনো নোটিশ পাননি।

প্রসঙ্গত, ২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে পা রেখেই কোটি ভক্তের মন জয় করে নেন তমা মির্জা। এদিকে চলতি বছরে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়েও বেশ আলোচনায় এসেছেন তিনি। বর্তমানে বিশাল সংখ্যক এক অনুসারি গড়ে উঠেছে তার।

About

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *