পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের একজন অধস্তন কর্মকর্তা কী বললো, তাতে কিছু যায় আসে না।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে লালবাগে ৭ খুনের স্মরণে আলোচনা, মিলাদ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাশান মাহমুদ বলেন, বিশ্বের সব দেশই নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায়। তাই সরকারকে বৈধতা দেওয়ার পাশাপাশি সমগ্র বিশ্ব বাংলাদেশের নতুন গঠিত সংসদকেও বৈধতা দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনে ৮০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফলে বিশ্ববাসীর কাছে বার্তা স্পষ্ট। নির্বাচন ও সরকার নিয়ে বিএনপির পাঠানো বিভিন্ন অভিযোগের চিঠিতে কোনো লাভ হয়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি তার বক্তব্যে বিএনপিকে সন্ত্রাসী রাজনৈতিক দল উল্লেখ করে বলেন, বিএনপি শুধু সন্ত্রাসী রাজনৈতিক দল নয়, একটি প্রতারক রাজনৈতিক দলও বটে।