ঢাকাই চলচ্চিত্র জগতের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ও সাড়া জাগানো অভিনেত্রী কাজী শারমিন নাহিদ নূপুর ওরফে শাবনূর। তার অভিনীত প্রায় প্রতিটি সিনেমা এখনো যেন ভক্তদের মাঝে রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। তবে গত বেশ কয়েক বছর গেল অভিনয়ে একদমই দেখা মেলেনি তার।
দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে আইজান, মা, ভাই-বোনসহ বসবাস করছেন তিনি। সেখান থেকে শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন।
বুধবার (২৪ জানুয়ারী ২০২৩ ) গভীর রাতে তার ফেসবুকে পোস্ট করা একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি’।
এ ধরনের পোস্টে অনেকেই মন্তব্য করছেন। নীল অভ্র নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘পুনর্জন্মের মতো কিছু থাকলে আমি তোমাকে অভিশাপ দিতাম, তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালবাসার জন্য দিশেহারা মানুষ হয়ে জন্মগ্রহণ কর। স্রষ্টা তোমাকে সাহায্য করুক.
এনাম রাজু লিখেছেন, দুঃখজনক ব্যাপার-স্যাপার! ওমর আল ফারুক মন্তব্য করেছেন, ‘আল্লাহ আপনাকে সব বিপদ থেকে মুক্ত রাখুন।’
অনেকেই শাবনূর ভেবে দুঃখ প্রকাশ করেন। খবর নিয়ে জানা যায়, এটি শাবনূরের আসল আইডি নয়। ফেক আইডি থেকে বিভ্রান্ত করা হচ্ছে। এর আগেও শাবনূর ফেক আইডি দিয়ে প্রতারণার অভিযোগ করেন শাবনূর।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রেখেই কোটি ভক্তের মন জয় করে নেন শাবনূর। এরপর ক্যারিয়ারে আর কখনই পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।