বলিউড সুপার স্টার অভিনেতা সালমান খান। যিনি ভক্তদের মাঝে ‘বলিউড ভাইজান’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি। তবে এদিকে সম্প্রতি জানা গেছে, এবার বাংলাদেশে ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিয়েশনে গুণী এই অভিনেতা।
এর আগে ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ এই মুহূর্তে বিনিয়োগের সেরা গন্তব্য। যে কেউ এখানে নিরাপদে বিনিয়োগ করতে পারেন।
তবে কি বলিউডের মেগাস্টার সালমান খান বঙ্গবন্ধু কন্যার ডাকে সাড়া দিলেন?
বলিউডের এই সুপারস্টার বাংলাদেশে ব্যবসা শুরুর ঘোষণা দেওয়ার পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। তার উত্তর না পাওয়া সত্ত্বেও, সালমানের এই উদ্যোগকে বাংলাদেশে তার অসংখ্য ভক্তরা স্বাগত জানিয়েছেন। অভিনেতার ব্যবসা পরিদর্শনেও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন।
শুধু তাই নয়, এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্প বলিউডের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন অনেকে।
কিন্তু সালমান খান বাংলাদেশে কী ব্যবসা শুরু করছেন? রাজধানীর অভিজাত এলাকা বনানীতে বলিউড সুপারস্টারের পোশাক ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর একটি আউটলেট খুলছে বলে জানা গেছে। সালমান নিজেই তার ফেসবুক হ্যান্ডেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
একটি মেসেজ শেয়ার করে অভিনেতা ফেসবুকে লেখেন, ‘হাই বাংলাদেশ! তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে। বাংলাদেশেও ‘বিইং হিউম্যান’ ক্লোথিং চালু হচ্ছে।’ ভিডিওটিতে স্টোরের ঠিকানাও দিয়েছেন তিনি।
রাজধানীর অভিজাত এলাকা বনানীর এইচ ব্লকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় খোলা হবে দোকানটি। সেখানে উপস্থিত থাকবেন সালমান খানের ছোট ভাই অভিনেতা-প্রযোজক সোহেল খান এবং অয়ন অগ্নিহোত্রী।
উল্লেখ্য, ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে প্রথমবারের মতো পা রেখেই কোটি ভক্তের মন জয় করে নেন সালমান খান। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক ব্যবসায় সফল সিনেমা।