১২ দলীয় জোটের নেতারা বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। দেশি-বিদেশি চাপের কারণে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই নির্বাচন পেছাবে সরকার। কারণ এ নির্বাচন মূলত তাদের ভোটের জন্য নয়। আমেরিকান নিষেধাজ্ঞার ভয়ে কর্মীদের শক্তিশালী রাখতে নির্বাচন।
আজ (রোববার) বিকেলে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সমাবেশ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এর আগে প্রেসক্লাব থেকে মিছিল শুরু করেন ১২ দলীয় জোটের নেতারা। মিছিলটি পল্টন ঘুরে বিজয় নগরে গিয়ে শেষ হয়।
জোটের মুখপাত্র এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, সারাদেশে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি। পণ্যের বাজারে চাপা কান্না সাধারণ মানুষ সইতে পারছে না। মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, সরকার জনগণের বিরুদ্ধে ভুয়া নির্বাচনের ষড়যন্ত্র করছে।
সেলিম আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক চাপে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচন পেছাবে।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক মো ইলিয়াস রেজা প্রমুখ।