সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। এই দুঃসংবাদটি তনি নিজেই নিশ্চিত করেছেন তার ফেসবুক পোস্টে।
আজ বুধবার সকালে তনি ফেসবুকে লেখেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।”
তনির স্বামীর অসুস্থতার বিষয়টি মাস কয়েক আগেই জানা যায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেসময় তনি নিজের ফেসবুকে লেখেন, “জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ রহমতের আশায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এনে তাকে ব্যাংকক নিয়ে এসেছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি। বাকি আল্লাহর ইচ্ছা।”
সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লিখেছিলেন, “আমার ছেলের জন্য হলেও সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন।”
কিন্তু শেষ পর্যন্ত শাহাদাৎ হোসাইনকে আর ফিরিয়ে আনা সম্ভব হলো না। তনির এই ব্যক্তিগত ট্র্যাজেডি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, এবং তার ভক্ত-অনুরাগীরা গভীর শোক প্রকাশ করছেন।