ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার স্বাধীনতা বিরোধী যাদের তালিকা করা হচ্ছে তাতে অনেককে বাদ রেখে তালিকা প্রণয়ন করা হবে। কারন কিছু ব্যক্তি আছেন যাদের নাম অন্তভুক্ত করা হলে আওয়ামীলীগ প্রশ্নের মুখে পড়ে যাবে বলে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। কিছু সেনাকর্মকর্তা ছিলেন যারা যু/দ্ধের সময় নিজের দেশের মানুষকে হ/ত্যা করেছিলেন। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য সেটি নিচে তুলে ধরা হল।
হাসিনা সরকার স্বাধীনতা বিরোধীদের তালিকা করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন ২০২২ প্রণয়ন করে গেজেট প্রকাশ করেছে। সেখানে রাজাকার, আলবদর, আলশামস ও আধা সামরিক বাহিনীর সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের বাঙালী সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হবে না। কারণ তখন ফারুক খানের মতো অফিসারেরা স্বাধীনতা বিরোধী হয়ে যাবে।
শেখ মুজিব নির্বিচারে সেইসব বাঙালি পাকিস্তানি অফিসারদের নির্বিচারে সেনাবাহিনীতে নিয়েছিলো যারা সক্রিয়ভাবে নয় মাস পাকিস্তানি বাহিনীর সাথে বাঙালি নিধন করে গেছে।
মুক্তিযুদ্ধ নিয়া এদের ফাইজলামি সীমা ছাড়ায়ে গেছে।
প্রসঙ্গত, স্বাধীনতা বিরোধী তালিকা করা হলে তাতে কেন তাদের বাদ রেখে করা হবে কারন তাহলে সরকারকে সমস্যায় পড়তে হবে বলে মন্তব করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, এমটি করা হলে অনেকে রাজনীতি থেকে বাদ পড়বে।