বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ওপর নির্ভর করছে বাংলাদেশ বাঁচবে কি না। আমরা একসঙ্গে ঢাকা ও নারায়ণগঞ্জ ঘেরাও করে সরকারের পতন ঘটাব।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জে বিএনপির একতরফা দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার জনসভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক আরও বলেন, ‘আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। আমি এখানে শুধু একজন কর্মী হিসেবে এসেছি। আপনারা জানেন, দেশ আজ এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে সরকার অবরুদ্ধ করে রেখেছে। আমরা যদি আমাদের নেতাকে রক্ষা করতে না পারি, তাহলে আমরা কীভাবে নিজেদের রক্ষা করব? কোন মুখে বলবো আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমি এই প্রশ্নটি আপনার উপর ছেড়ে দিলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কাজী মনিরুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপি মো. সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপি নেতা মামুন মাহমুদ, মাসুকুল ইসলাম রাজীব, রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হোসেন, মহানগর বিএনপির সভাপতি মো. . বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমুখ। ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সালাহউদ্দিন সালু প্রমুখ।