বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচিতে জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় ‘বিশেষ অ্যাকশন’ টিমসহ ১৬ প্লাটুন বিজিবি কাজ করছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকে তারা মাঠে নামেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন কবে।
বিজিবি মেজর আবরার আল মেহবুব সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকায় আমাদের ১৬টি প্লাটুন কাজ করছে। এর মধ্যে ১৪টি প্লাটুন সাধারণ, বাকি দুটি প্লাটুন বিশেষ অ্যাকশন দল।
ঢাকার গাবতলী, গুলিস্তান, সচিবালয় ছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন বলেও জানান তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ করবে। তিনি বলেন, আগের দিন সোমবার রাত থেকে বিজিবির সদস্যরা রাজধানীজুড়ে টহল দিচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ও ২৯ অক্টোবর রাজধানীতে বিজিবির ১০ ও ১২ প্লাটুন মোতায়েন করা হয়। বিরোধী দলের ডাকা অবরোধের পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।