বাংলাদেশে এর আগে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, হয়তো মনে নেই কারোরই। তবে এবার যে ঘটনাটি ঘটেছে, তাতে রীতিমতো শুরু হয়েছে ব্যাপক শোরগোল। জানা গেছে, রাজধানী ঢাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে বেশ আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি। ইতিমধ্যেই এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি নিজেই।
সোমবার (২১ নভেম্বর) জা জেনোস্কি টুইটারে একটি ছবি পোস্ট করে জানান যে তিনি ঢাকা পছন্দ করেন। কিন্তু সে জানত, যতই সতর্ক থাকুক না কেন, রাতের বেলা শহরের ম্যানহোলের একটিতে পড়ে যাবে সে!
টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়েছেন তিনি। যাতে বাংলাদেশ ঘুরে দেখার জন্য সুস্থ হয়ে আবার ফিরতে পারেন জার্মানির এ উপরাষ্ট্রদূত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জা জেনোস্কির এই টুইটটি নজরে আসলে এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। পরে তিনি ম্যানহোলটি কোথায় তা মেরামত করার জন্য জানতে চান।
মেয়রের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে ডেপুটি অ্যাম্বাসেডর অন্য একটি টুইটে বলেন যে অনাবৃত ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর রোডের নরডিক ক্লাবের কাছে, যেখানে অনেক বিদেশী সন্ধ্যায় হাঁটতে যায়।
তবে এমন ঘটনা কখনো প্রত্যাশা করেননি কেউ। পরবর্তীতে যেন এ ধরণের ঘটনা আর না ঘটে, এজন্য সরকারকে এ বিষয়টি খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন অনেকেই।