বাংলাদেশের সব থেকে বোরো বিমান বন্দর হলো ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দর। এখন থেকেই মূলত সারা দেশ সহ আন্তর্জাতিক বিমান ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। তবে এই বিমান বন্দর নিয়ে রয়েছে অনেক অব্যবস্থাপনার অভিযোগ। যার প্রমান মিললো আবারো।
ঢাকা বিমানবন্দরে সৌদি আরবের এয়ার এরাবিয়ার একটি বিমানের সঙ্গে একটি শেয়ালের সংঘর্ষ হয়েছে। এতে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট ও একটি শেয়ালের মধ্যে সংঘর্ষের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ মিনিটের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে বিমান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, এর আগেও ঘটেছে এমন ধরণের অনেক ঘটনা। যে সব ঘটনা বার বার জানান দিয়েছে এই বিমান বন্দরের অব্যবস্থাপনার কথা। তবে এ নিয়ে যেন টনক নড়ছেই না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।