শত বাধা-প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকায় পৌঁছান বলিউড সুপার ষ্টার অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তবে ঢাকায় আসলেও তার নাচ দেখতে না পেরে রীতিমতো হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকদের অনেকেই। সব টাকা পয়সা জলে গেছে বলেও দাবি করেছেন অনেকেই।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে তাকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংস্থা উইমেন লিডারশিপ কর্পোরেশন নির্দিষ্ট প্রবেশ মূল্যের বিনিময়ে বলিউডের এই তারকাকে দেখার সুযোগ করে দেয়। অনুষ্ঠানের জন্য তিন ধরনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভিআইপি ১৫ হাজার, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার।
বিকেল থেকেই নোরার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। শুরুতে স্থানীয় শিল্পীদের পরিবেশনা ছিল। রাত সাড়ে নয়টার দিকে মঞ্চে ওঠেন নোরা। তিনি হাত নেড়ে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেন। বক্তৃতা দিতে গিয়ে তিনি আপ্লুত হয়ে বললেন, ‘আমি নারীদের এগিয়ে যাওয়াকে গর্ব হিসেবে গ্রহণ করি। নারীদের নিয়ে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে৷ আজ শুধু এটুকুই বলতে চাই নিজের স্বপ্ন পূরণে সাহস এবং শক্তি রেখে সামনে এগিয়ে যান।’
এমন কথা শোনার চেয়ে দর্শকরা তার নাচ দেখার অপেক্ষায় ছিলেন। তারা সরাসরি তার ‘পারফরম্যান্স’ দেখতে এসেছেন। কিন্তু নোরা সবার হতাশা করে দিয়ে কোমর দোলাননি। মঞ্চে তার গান বেজে ওঠে। কিন্তু তিনি নাচলেন না। কে ঘিরে নেচেছেন একদল ড্যান্সার। সেই গানে হাত পা হালকা করে নেচেছেন তিনি। পরে নোরা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনকে পুরস্কার প্রদান করেন।
এদিকে নোরার নাচ দেখতে না পেরে অনুষ্ঠান শেষে ক্ষোভ ঝেড়েছেন সব দর্শক। তারা জানান, টাকা খরচ করে অ্যাওয়ার্ড দেওয়া দেখতে আসেননি। পুরো টাকা জলে গেছে।
আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে অনেকেই অভিযোগ তুলেছেন আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাদের মতে, এই প্রতিষ্ঠানটি প্রতারণার আশ্রয় নিয়েছে। তবে এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছুই জানা যায়নি।