সম্প্রতি ড. ইউনূসসহ বিভিন্ন ব্যক্তিত্বদের উদ্দেশ্য করে নানা ভাবে আলোচনার সৃষ্টি হচ্ছে। এর মূল বিষয় হচ্ছে যারা ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলবে বা স্বাধীন মতামত প্রকাশে করবে তাদের নানা ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।যেটি স্বাধীন দেশে কোনো ভাবেই প্রত্যাশিত না। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন বি/শিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা হু/বহু পাঠকদের জন্য নি/চে দেওয়া হলো।
রবীন্দ্রনাথ কেন কমিউনিস্ট মেনিফেস্টো লিখলেন না?নজরুল কেন শ্যামা সঙ্গীত লিখলেন ? শরৎচন্দ্র কেন শান্তিনিকেতন বানালেন না? মানিক বন্দ্যোপাধ্যায় কেন পদ্মা নদীর মাঝি লিখলেন?লুৎফর রহমান রিটন কেন ছড়া লিখে বিখ্যাত? হুমায়ূন আহমেদ কেন বাকের ভাইকে ফাঁসি দিলেন? সত্যজিৎ কেন হীরক রাজার দেশে বানালেন? ‘ড. ইউনূস শহীদ মিনারে যান না’ কেন তিনি নোবেল পেলেন? আবুল কেন লবিং করে সফল হলেন না, চেয়ারম্যান হয়ে কেন ব্যাংক ডোবালেন? কেন লবিং করেও কেউ কেউ বাংলা একাডেমি পাচ্ছে না?