সম্প্রতি ড.ইউনূসকে নিয়ে গোলাম মোর্তোজার একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। সেই পোষ্টে তিনি লেখেন, পৃথিবীতে দ্বিতীয় আরেকজন মানুষ দেখান যাকে, ওবামা-ক্লিনটন মানে আমেরিকা পছন্দ করেন,শতভাগ বিপরীত মেরুর হুগো শ্যাভেজও তাকে পছন্দ করতেন।যার বুদ্ধি নেন সৌদি যুবরাজ সালমান,কাতারের রানী।তিনি আবার নেলসন ম্যান্ডেলারও অতি প্রিয় মানুষ ছিলেন।
মাহাথীর মুহাম্মদ তার কাজে-ব্যক্তিত্বে-কথায় মুগ্ধ।এমানুয়েল মাখোঁ যার বুদ্ধি-মতাদর্শে প্যারিস অলিম্পিক ২০২৪ আয়োজন করছেন।৪০০ কোটি ইউরো ব্যয়ে তার মতাদর্শে অলিম্পিক ভিলেজ নির্মাণ করে তাকে দিয়ে উদ্ধোধন করালেন প্যারিসের মেয়র অ্যান হিদালগো।
তার জীবনী আমেরিকা,কানাাডা,জাপানসহ ইউরোপেরও কয়েকটি দেশের পাঠ্য বইয়ে স্থান পেয়েছে।পৃথিবীর প্রখ্যাত শ’খানেক বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যাবসা সেন্টার খুলে পড়াশোনা চলছে।মালয়েশিয়া একটি ‘সামাজিক ব্যবসা বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে তাকে।
তার একটি বিশাল বড় সমস্যা কি জানেন? তিনি একটু বেশি বড় হয়ে গেছেন।
জ্বি,ড.ইউনূসের কথা বলছি।