বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৮ নভেম্বর নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করেন লন্ডনপ্রবাসী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
অভিযোগে দাবি করা হয়, গত ৫-৮ আগস্ট ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের’ নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায় ও বাংলাদেশ পুলিশের উপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ করেছে। ড. ইউনূস ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ আরও কয়েকজনের নাম অভিযোগে যুক্ত রয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, এ অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার নথিপত্র প্রমাণ হিসেবে যুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমিই প্রথম এই অভিযোগ শুরু করলাম। আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে প্রায় ১৫ হাজার ভিক্টিম অভিযোগ করবেন।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আনোয়ারুজ্জামান চৌধুরী লাপাত্তা হয়ে যান এবং পরে জানা যায়, তিনি লন্ডনে অবস্থান করছেন।