বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে পাঠানো চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট করে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভোটের পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড লু, এ বিষয়ে ইসি কনসার্ন কী? তফসিল কি প্রভাব ফেলবে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। ডোনাল্ড লু-এর চিঠিটি সংলালের কিনা সে বিষয়ে কমিশন অবগত নয়। সাংবিধানিক আলোকে প্রণীত রোডম্যাপ অনুযায়ী কমিশন তার নিজস্ব গতিতে কাজ করবে।
তিনি আরও বলেন, আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে কখন-কখন-কীভাবে তফসিল ঘোষণা করা হবে। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছে কমিশন। সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবার তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, বুধবার সব কিছু জানাবো।
প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জাতিকে অবহিত করে। এবারও সেই প্রথা চলবে। অতীতে সব নির্বাচনে সিইসির ভাষণ নির্বাচন কমিশন রেকর্ড করে সন্ধ্যায় বিটিভি ও রেডিওতে প্রচার করে।
তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ সন্ধ্যায় ‘লাইভ সম্প্রচার’ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি সত্যিকারে এ বিষয়ে বিশ্বাস রাখেন আমাদের ওপর, আগামীকাল সকাল ১০টায় জানাবো।