ভারতীয় বিভিন্ন সিনেমা বা ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা। তিনি প্রায় সময়ই বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন। সম্প্রতি তার একটা পোষ্ট যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে। ঘড়িতে তখন ৮টা বাজে। তাগড়া এক পোষ্ট যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী স্বস্তিকা লেখেন ‘ডুডু নয়, দুদু বলো’। নোংরা কাজ করতে হলেও মামার শিক্ষা দরকার।
কিন্তু হঠাৎ করেই কেন বললেন নায়িকা? আবার কি হলো? কিছুদিন আগে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন সিনেমার একটি মজার গান মুক্তি পেয়েছে। আর সে বিষয়ে একটি মন্তব্য দেখে রীতিমতো বিরক্ত নায়িকা। একবার নয়, একাধিকবার ওই নোংরা মন্তব্য করেছেন এক ব্যক্তি। আর তা দেখে অভিনেত্রীর মাথা গরম।
স্বস্তিকা লিখেছেন, আমি দুদুকে বারবার লিখতে দেখি। যতদূর জানি মেয়েদের স্তন নিয়ে মজা করে দুদু বলা হতো। ‘দুধ’ থেকে, কারণ আমাদের বুকের দুধের চেয়ে বেশি পুষ্টিকর খাবার শি/ শুদের জন্য এখনও কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেননি। এই অভ্যাস করার দরকার নেই, তবে সারাক্ষণ শুনতে হবে? আর নোংরা হতে একটু শিক্ষা লাগে। দুদুকে দুদু বলে না চাচা।
স্বস্তিকা বরাবরই তার নিজস্ব মতামত নিয়ে স্পষ্টবাদী। এ ধরনের বিষয় নিয়ে বারবার কথা বলেছেন অভিনেত্রী। এক্ষেত্রেও তিনি অন্যথা করেননি। এ নিয়ে কী বলছেন টলিপাড়া? অনলাইনে অভিনেত্রী শ্রুতি দাসের সঙ্গে যোগাযোগ করেছে আনন্দবাজার। তিনি বলেন, কিছু নোংরা মনের মানুষ আছে যাদের চরিত্র কখনো বদলাবে না।
যোগাযোগ মাধ্যমে প্রায় সময় আলোচনায় আসেন এই অভিনেত্রী। তারও একটা বিশেষ করন রয়েছে। তার মধ্যে একটি করন হল, বিভিন্ন ওয়েব সিরিজে তাকে তার স্তন প্রদর্শন করতে দেখা গেছে। এবং তার প্রায় সিনেমা বা ওয়েব সিরেজে তাকে খোলামেলা ভাবে ইউস করা হয়েছে।