সম্প্রতি ফেসবুকে “ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক” শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার বাংলাদেশের অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তি ছাত্রশিবিরের নেতা নন, তিনি ছাত্রদলের নেতা।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা। বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে “ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় জুয়ার আসর থেকে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন এক এসআই এবং ছাত্রদল নেতা। পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন এবং বরিশালের কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) রেদোয়ান ইসলাম।
এই ঘটনা সম্পর্কে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম গণমাধ্যমে বলেন, “রাসেল আকন ছাত্রদল মহানগরের সহসভাপতি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে। সংগঠন ব্যক্তিগত অপরাধের দায় নেবে না।”
অন্যদিকে, কাজিরহাট থানার ওসি মিজানুর রহমান জানান, এসআই রেদোয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অতএব, ফেসবুকে ছড়ানো “ছাত্রশিবির নেতা আটক” শিরোনামটি মিথ্যা এবং বিভ্রান্তিকর। আটক ব্যক্তি ছাত্রশিবিরের নয়, বরং ছাত্রদলের নেতা।