Friday , November 15 2024
Breaking News
Home / Entertainment / ডিবি থেকে এসব বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়, আমার কোনো দোষ নেই : ইমন

ডিবি থেকে এসব বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়, আমার কোনো দোষ নেই : ইমন

ঢাকাই সিনেমার অন্যতম সাড়া জাগানো অভিনেতা মামনুন হাসান ইমন। তবে পর্দায় সকলে ‘ইমন’ নামেই চিনে থাকেন তাকে। দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ারে বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফোন রেকর্ড ছড়িয়ে পড়তেই রীতিমতো বেশ বিপাকে পড়েছেন গুণী এই অভিনেতা। এমনকি এ কারনে তাকে ডিবির কাছে যেতে হয়েছে তাকে।

তবে এদিকে এবার চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেছেন, ‘আমি এমন কোনো দোষ করিনি, যে আমাকে তলব করবে। আমিই আমার নিরাপত্তার বিষয়ে কথা বলতে ডিবিতে গিয়েছিলাম।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনাকে কেন্দ্র করে ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আজ মঙ্গলবার সকালে ইমন বলেন, ‘আমি নিজেই গতকাল রাতে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। কারণ, এখন মানুষ এ বিষয়টি নিয়ে নানাভাবে কথা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কথা বলছেন। এমন হতেই পারে, আমার ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো হ্যাক হতে পারে। আমার এসব শঙ্কার জায়গাগুলো থেকে মূলত আমার সাইবার নিরাপত্তার বিষয়ে কথা বলতে যাওয়া সেখানে।’

ইমন আরও বলেন, ‘তারপর ডিবি থেকে এসব বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়, ফোনালাপটি ফাঁস হলো কীভাবে; আমার দায় আছে কি না। যা ঘটনা আমি বলেছি। আমার এখানে কোনো দোষ নেই, সেটাও জানিয়েছি। তখন ডিবি থেকে আমাকে চিন্তা না করার জন্য বলা হয়েছে।’

ইমন বলেন, ‘আমি এমন কোনো দোষ করিনি, যে আমাকে তলব করবে। আমিই আমার নিরাপত্তার বিষয়ে কথা বলতে ডিবিতে গিয়েছিলাম।’

উল্লেখ্য, ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মামনুন হাসান ইমন। তবে পরবর্তীতে ইস্পাহানি আরিফ জাহানের নির্মিত ‘এক বুক ভালবাসা’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে আপভিনয় করে সবার নজরে আসেন তিনি।

About

Check Also

গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, জানা গেল কনের পরিচয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যখন সারা দেশের মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তখন বেশ নিরব ছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *