গত মাসেও, বেশ কয়েকটি ভারতীয় বিমান বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। এবার আবারো দুটি বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিলে মাঝপথ থেকে বিমান দুইটিকে ফিরিয়ে আনা হয়। ডিজিসিএ অনুমতি দিলেই ওই দুটি বিমান ফের আকাশে উড়বে।
ফ্লাইটটি মঙ্গলবার মুম্বাই থেকে লেহ যাচ্ছিল। ডানবার ইঞ্জিনে সমস্যা থাকায় দিল্লি যাওয়ার মাঝপথে বিমানটিকে নামিয়ে দেওয়া হয়। শ্রীনগর থেকে দিল্লির ফ্লাইটটিও উড্ডয়নের পর মাঝ আকাশে ইঞ্জিন নম্বর দুইটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। শ্রীনগরে ফিরিয়ে আনা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে যে তারা বিষয়টি তদন্ত করছে। ডিজিসিএ অনুমতি দিলেই বিমান উড়বে।
দুদিন আগে ইন্ডিগোর একটি ফ্লাইট শারজাহ থেকে হায়দ্রাবাদ ফিরছিল। যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি পাকিস্তানে অবতরণ করে। স্পাইসজেটের একটি ফ্লাইট জুলাইয়ের শুরুতে দিল্লি থেকে দুবাই যাচ্ছিল। পথে এটি করাচিতে জরুরি অবতরণ করে।