Thursday , November 14 2024
Breaking News
Home / opinion / ডিজিএফআই ফোন করে সাংবাদিকদের চাকুরি খাচ্ছে ,আর নাইমুল সাহেব বলছেন আমরা সব বলতে পারি : জিয়া

ডিজিএফআই ফোন করে সাংবাদিকদের চাকুরি খাচ্ছে ,আর নাইমুল সাহেব বলছেন আমরা সব বলতে পারি : জিয়া

ডিজিএফআই ফোন করে, এডিটরিয়াল লেখার জন্যে সাংবাদিকদের চাকুরি খাচ্ছে , আর নাইমুল ইসলাম খানেরা টক শোতে বলে বেড়াচ্ছেন আমরা সব কথা বলতে পারি, সংবাদপত্রের স্বাধীনতা নাই কোথায়।
সমকালের সহসম্পাদক, এহসান মাহমুদ ভাইয়ের গল্পটা শুরু থেকেই কম বেশী জানি। ছেলের স্ট্যাটাসের কারণে তাঞ্জিলের মাকে গ্রেপ্তারের পর আমি অনেক পরিচিত সাংবাদিককে মেসেজ করে অনুরোধ করেছিলাম বিষয়টি আলোকপাত করতে।
এহসান ভাইকে অনুরোধ করায় তিনি জানিয়েছিলেন, ভাইয়া আমি বিপদে আছি। চাকুরি যে কোন মুহূর্তে চলে যেতে পারে।
উনার মুখে ঘটনাটা শুনে বিস্মিত হয়ে গিয়েছিলাম।
একই ঘটনা বিএনপির আমলে ঘটলে, সংবাদ পত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের কারণে বিএনপির উপরে আজাব নেমে আসতো কিন্তু, এই আওয়ামি আমলে সিলেক্টিভ ক্রিটিসিজমের সময়কালে – গোয়েন্দা সংস্থার নির্দেশে এহসান ভাইয়ের চাকুরিচ্যুতির ঘটনাটা গুরুত্বপূর্ণ হইতে পারে নাই, বলে আলোচিত হয় নাই।
কিন্তু, বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এই ভাবে ডিজিএফআইয়ের নির্দেশে সাংবাদিকের চাকুরি চলে যাওয়ার ঘটনা নজিরবিহীন।
বিষয়টাতে ডিজিএফআই জড়িত এইটা জানতাম না, জুল্কারনাইন সামির স্ট্যাটাস থেকেই জানলাম যে , ডিজিএফআই এর পাবলিক রিলেশনস মনিটরিং সেল (পিআরএমসি) এর নির্দেশে এহসান ভাইয়ের চাকুরি গ্যাছে।
এহসান ভাইয়ের মুখে শুনেছিলাম উনার নামে ইনকুয়ারি করা হয়েছে, চাকুরি খাওয়ার উদ্দেশ্যে। মালিক পক্ষের কাছে সরাসরি ফোন এসেছে। উনার অপরাধ কি ছিল ?
২৯ জুলাই বিএনপির সমাবেশ কাভার করে একটা এডিটরিয়াল লিখেছিলেন। এডিটরিয়ালটিতে বিএনপির প্রতি সাধারণ মানুষের উচ্ছাস ফুটে উঠেছিল। আমি এডিটরিয়ালটার স্ক্রিন শট দিচ্ছি।
এই টুকু লেখার স্বাধীনতা আজকে বাংলাদেশে নাই, আইয়ুবের আমলেও সংবাদপত্র আরো বেশী স্বাধীন ছিল।
গুড নিউজ হচ্ছে, সমকাল থেকে চাকুরিচ্যুতির পর এহসান মাহমুদ ভাই মানবজমিনে জয়েন করেছেন।
এই টা জেনে একদিকে যেমন স্বস্তি পেয়েছি, আরেক দিকে মাথায় প্রশ্ন এসেছে, সংবাদ পত্রের স্বাধীনতা যে নাই সেইটা কি ডিজিএফআইয়ের চাপের কারণে নাকি সরকারি বয়ান ও রেজিমের প্রতি মালিক পক্ষের বশ্যতার কারণে।

✍-জিয়া হাসান

About Zahid Hasan

Check Also

আগামীকাল ক্যান্টনম্যান্টে হামলার পরিকল্পনা করেছে আঃলীগ, মিটিংয়ের ভিডিও আসছে: ইলিয়াস হোসেন

ড. বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল শীঘ্রই মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে খুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *