আগামী ২৮ অক্টোবর ঢাকায় গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার (২১ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি মিন্টু রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। চিঠিতে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ সভার অনুমতি চাওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার গনমাধ্যমকে বলেন, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ সভা করার অনুমতি চেয়ে আজ ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৮তম মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে। আশা করি দুর্গাপূজার ছুটিতে সরকারের বুদ্ধি ফুটে উঠবে। সরকার পদত্যাগ করবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।