সম্প্রতি কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে ডাকাতিসহ জোরপূর্বক এক নারীকে খারাপ কাজে লিপ্ত করার অভিযোগে বৃহস্পতিবার (০৪ আগস্ট) ভোরে রাজা মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গেছে, বাস ডাকাতির অন্যতম হোতা রাজা নিজেই। এছাড়াও ইতিমধ্যে এ অভিযোগ স্বীকার করে নিয়েছেন রাজা।
তবে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও তিনি নারীর সতীত্ব কেড়ে নেয়ার সঙ্গে জড়িত নন বলে পুলিশকে জানিয়েছেন। এছাড়া তিনি পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বৃহস্পতিবার বিকেলে সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তার বাড়ি থেকে যাত্রীদের লুট করা তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রাজা পেশায় টাঙ্গাইলের ঝটিকা বাস চালক।
পুলিশ সুপার জানান, ডাকাতির সময় নিয়ন্ত্রণে থাকা বাসটি রাজা মিয়া চালাচ্ছিলেন। এছাড়াও তিনি পুলিশকে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। এ কারণে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ কায়সার জানান, বাসটি ২৪ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সিরাজগঞ্জের কাছে দিবারাত্রি হোটেলে রাতের খাবারের জন্য বাস থামে। পরে দেড়টার দিকে আবার যাত্রা শুরু হয়। সিরাজগঞ্জ রোড থেকে চার যাত্রী ওঠেন। কিছুদূর যাওয়ার পর আরো তিনজন উঠে পড়ল। এরপর উঠেন আরও তিনজন। সবাই তখন প্রায় ঘুমিয়ে পড়েছে।
বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর গাড়িতে থাকা দস্যুরা একে একে সব যাত্রীকে অ/স্ত্রে/র মুখে বেঁধে ফেলে। চোখ বেঁধে ও মুখোশ পরিয়ে প্রত্যেক যাত্রী এবং চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। গ্রেফতার রাজা মিয়া নিজেই বাসটি দখলে নেয়। তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল, টাকা, গহনা লুট করে। এরপর পেছনে বসা এক নারীকে /ধ//র্ষ//ণ/ করে ডাকাত দলের ছয় সদস্য।
পরে তারা সেখান থেকে ঘুরে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তপাড়া জামে মসজিদের সামনে ছেড়ে দেয়।
এ ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর থানার বাস যাত্রী হেকমত আলী বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মধুপুর থানায় ডাকাতি ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকেই একে একে আটক করা হবে বলেও আশাবাদি পুলিশ সুপার মোহাম্মদ কায়সার। তিনি বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা গেছে। এরই মধ্যে একজন গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকেও খুব দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।