সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য সরকারের দুর্নীতি ও বিদেশে টাকার পাচারকে দায়ি করেছে বিএনপির নেতারা। আওয়ামীলীগের নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে সেখানে গাড়ি বাড়ি করছেন আর সে কারনে দেশের আজ এমন সংকট তৈরী হয়েছে। সরকার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও লু/টপাট করেছে সে কারনে আজ রিজার্ভ কমেছে এবং ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানান বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। আওয়ামীলীগের বিদেশে টাকা পাচারের ফলেই ডলালের দামে বেড়েছে মন্তব্য করে যা বললেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আওয়ামী লীগ সরকারের বিদেশে অর্থ পাচারের ফলে ডলারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুদাসপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। নাটোর শহরের আলাইপুরে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, বিএনপি আমলে ডলারের দাম ছিল ৬০ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা। বিদেশে অর্থ পাচারের ফলে এই মূল্যস্ফীতি দেখা দিয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন গুরুদাসপুর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলু। সদস্য সচিব মোহাম্মদ সুফি সাঈদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব মো. রহিম নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু।
প্রসঙ্গত, বিদেশে হাজার হাজার কোটি টাকার পাচার হওয়ায় দেশে অর্থনৈতিক সংকট তৈরী হয়েছে। আওয়ামীলীগের নেতারা এ কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ করেন বিএনপির নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।