সম্প্রতি গত শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২ টার দিকে চট্রগ্রামে রেলক্রসিংয়ের সময়ে হঠাৎই ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারাণ ১১ জন। যাদের মৃত্যুতে রীতিমতো সারা-দেশজুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া। অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে একে একে ১১টি অ্যাম্বুলেন্সে করে এসব লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা।
শুক্রবার (২৯ জুলাই) রাতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে গতরাতে এ ঘটনায় গেটম্যান সাদ্দামের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। এএসআই জহির অবহেলার কারণে মৃত্যু ঘটার অভিযোগ দিয়ে সিআরপি থানায় ৩০৪ ধারায় মামলা দায়ের করেন।
তবে মৃত্যুর আগে মুঠো ফোনে রেকর্ড করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহুর্তেই সাড়া ফেলে অনলাইনে। যা রীতিমতো যেন কাঁদাচ্ছে সবাইকেই।