গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আহতদের চিকিৎসা ও ঘটনার তদন্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ড নাশকতা ছিল কি না তা জানতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
আহতদের চিকিৎসার জন্য দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা।
শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে মারা যান চার যাত্রী। তাদের মধ্যে দুইজন শিশু।