আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে ট্রাক প্রতীকের অস্থায়ী ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে গিয়ে ভাই-ভাতিজার সঙ্গে মারামারিতে রফিকুল ইসলাম নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহ-৪ আসনে নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫২)। তার বাড়ি সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের ভবানীপুর কোনপাড়া গ্রামে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।
চর সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ জানান, ময়মনসিংহ-৪ সদর আসনের প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে ইউনিয়নের কোনাপাড়া হুতারপাড়ার হুতার বাড়ি মোড়ের আইনউদ্দিনের দোকানের সামনে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প করার প্রস্তুতি চলছে। রফিকের ছোট ভাই ফারুক হোসেন ও বড় ভাই ওয়াজ উদ্দিনের ছেলে জাকির হোসেন রাজু ও আরিফুল ইসলাম সাজু ক্যাম্প নির্মাণের দায়িত্ব নেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ক্যাম্পে যান রফিকুল। এরপর তার ছোট ভাই ফারুক তাকে চলে যেতে বলেন।
আবু সাঈদ আরো বলেন, তর্কাতর্কিতে রফিকুলকে ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
বুধবার বিকেলে রফিকুলের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। নিহতের বোন মর্জিনা আক্তারকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই। তবে নাকের ঠিক উপরে বাম পাশে একটি কাটা ক্ষত ছিল। তার হৃদরোগ ছিল বলে জানা গেছে।