বিয়ে একটি পবিত্র বন্ধন। তবে এই বন্ধনে বাধা পড়তে হলে নানা ধরনের বাধাঁ বিপতি আলোচনা সমালোচনার মধ্যে পড়তে হয় বর ও কনেকে। একবার সকল সকল বাঁধা পেরিয়ে যখন বর ও কনে বিয়ের মণ্ডপে পৌঁছে যায় তখনই বেধে যায় অপ্রত্যাশিত কাণ্ড। বিয়ের আসরেই হাজির পুলিশ।
গভীর রাতে বাল্য বিয়ের অনুষ্ঠানে অভিযান চালায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে বর পালিয়ে যায়। তবে বিয়ের আয়োজনে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। রোববার গভীর রাতে নোয়াখালীর চাটখিলে এ ঘটনা ঘটে। অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম মুসা।
তিনি বলেন, রোববার রাতে খবর পেয়েছি বদলকোট ইউনিয়নের সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ে হয়েছে। পরে রাতে অভিযানের খবর পেয়ে ঢাকা থেকে আসা বর ও তার লোকজন পালিয়ে যায়।
ইউএনও আরও জানান, ওই স্কুলছাত্রীর বাবা বিদেশে থাকায় তার মা বিয়ের আয়োজন করেন। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়েটিকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না করার অঙ্গীকারও নেওয়া হয়েছে।
এই ধরনের অপারেশন নিয়মিত পরিচালিত হয়। আগামীতেও তা অব্যাহত থাকবে বলে জানান ইউএনও আ স ম মুসা।
তিনি আরো বলেন আজ মাত্র ১০ হাজার জরিমানা করেছি তবে এমন কর্মকান্ড যদি বার বার ঘটতে থাকে তাহলে আরো কড়া সিন্ধান্ত নিতে পারি।