বাংলাদেশের টানা তিন বারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।আর এত বছর টানা ক্ষমতায় থেকেও তিনি যুক্ত নেই কোনো ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন পর্যন্ত ফেসবুক-টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগ সাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অ্যাকাউন্ট নেই।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস শনিবার বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।
তিনি আরও বলেন, এখন একটি টুইটার অ্যাকাউন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে, যা মোটেও সত্য নয়। তাই সবাইকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রসঙ্গত, এ দিকে প্রধানমন্ত্রীর নিজের কোনো ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট না থাকলেও সামাজিক যোগাযোগের সব থেকে জনপ্রিয় মাধ্যম ফেইসবুক এ তার নামে রয়েছে একাধিক আইডি। আর এসব নিয়ে ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।