বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম আলোচিত খেলোয়াড় মুশফিকুর রহিম। দারুন পারফরমেন্স করে দেখালেও যেন কোনো ভাবেই সমালোচনা এড়াতে পারেন না তিনি। এদিকে সম্প্রতি গত কয়েকদিন আগেই নানা সমালোচনার মুখে ‘টি ২০’ থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। আর এ ঘটনার রেশ না কাটতেই নতুন করে আরো এক দুঃসংবাদ পেলেন তিনি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেস ওয়ার্ক করতে গিয়ে বাম পায়ে চোট পান মুশফিক।
সেলাই খুলতে ৭-৮ দিনের বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে। সেক্ষেত্রে তাকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। খারাপ সময় পিছু ছাড়ছে না মুশফিকের। কদিন আগে তুমুল সমালোচনার মুখে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তিনি বলেছেন যে আগামী দিনে তিনি শুধুমাত্র টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দিতে চান।
জাতীয় দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, তখন মুশফিক তার ফিটনেস নিয়ে কাজ করছিলেন। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে যেতে হয়েছে জাতীয় দলের এই ক্রিকেটারকে। তবে স্বস্তির বিষয় হলো চোট গুরুতর নয়।
বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাসে এক অন্যতম নাম মুশফিকুর রহিম। তিনি দলের হয়ে এমনও কিছু ম্যাচ জিতিয়েছেন, যা রীতিমতো কল্পনাও করতে পারেননি অনেকেই। তবে সম্প্রতি তেমন একটা ফর্মে নেই গুণী রি ক্রিকেটের।