সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর তার পরিবার ও নিকটজনদের দুর্নীতির খবর ক্রমশ প্রকাশ পাচ্ছে। এবার তার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। যুক্তরাজ্যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত চলছে। একইসঙ্গে বাংলাদেশে তার পারিবারিক সম্পদের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) নতুন চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে।
দুদকের তদন্তে গাজীপুরের কানাইয়া এলাকায় একটি ৩০ বিঘার বাগানবাড়ির সন্ধান মিলেছে, যা স্থানীয়ভাবে ‘টিউলিপ’স টেরিটরি’ নামে পরিচিত। এই বাগানবাড়িতে রয়েছে বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স বাড়ি ও বাংলো। বাগানবাড়ির প্রধান ফটকে রক্তরাঙা ফুলের সাজ এবং সাদা টাইলসে লেখা নামফলকে দেখা যায় ‘টিউলিপ’স টেরিটরি, কানাইয়া, গাজীপুর, ২৫ ডিসেম্বর ২০০৮’। এলাকাবাসীর মতে, এই বাগানবাড়ির মালিকানা শেখ রেহানার পরিবার বা তার ভাইদের বলে ধারণা করা হয়।
বাগানবাড়ির ভেতরে রয়েছে সারি সারি সুপারি গাছ, পাকা রাস্তা, এবং শত শত রাজহাঁসের কোলাহলে মুখর পরিবেশ। কর্মচারীদের ভাষ্যমতে, এখানে হাঁস-মুরগি পালন এবং ডিসপোজেবল অ্যাপ্রোন ও সার্জিক্যাল গাউন তৈরির কারখানা চালু রয়েছে। এসব পণ্য সিএমএইচ এবং এভারকেয়ার হাসপাতালসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। স্থানীয়দের মতে, বাগানবাড়ির চারপাশে উচ্চমূল্যের সম্পত্তির এই বিস্তৃত এলাকা রেহানা পরিবারের সম্পদ বলে চিহ্নিত।
অনুসন্ধানে আরও জানা যায়, বাগানবাড়িতে নিয়মিত শেখ রেহানা এবং তার পরিবারের সদস্যরা অবস্থান করতেন। শীতের সময় তারা এখানে কয়েক দিন কাটাতেন বলে স্থানীয়রা জানান। বাগানবাড়ির ভেতরে আগে বিচার সালিশও বসত, যেখানে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক বিচারকের ভূমিকা পালন করতেন।
এছাড়া দুদকের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরেকটি বাংলোর সন্ধান পাওয়া গেছে, যা শেখ রেহানার নামেই রয়েছে। এখানে তিনি এবং শেখ হাসিনা মাঝে মাঝে সময় কাটাতেন। আরও জানা যায়, ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি নিটিং কারখানার পাশেই শেখ রেহানা ১০ তলা একটি ভবন নির্মাণ করেছিলেন, যা তিনি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন।
৫ আগস্টের পর গাজীপুরের এই বাগানবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হামলাকারীরা বাংলোতে ভাঙচুর চালিয়ে সব মূল্যবান জিনিস নিয়ে যায়। বাগানবাড়ির সম্পত্তি এখন একাধিক বাউন্ডারিতে ভাগ করে রেহানা ও তার ভাইদের মধ্যে বণ্টন করা হয়েছে বলে জানা যায়।
এই বিশাল সম্পদের উৎস এবং মালিকানা নিয়ে দুদক এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। শেখ রেহানার পরিবারের সম্পদের এই অনুসন্ধান কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো নতুন নতুন তথ্য সামনে আনছে। আন্তর্জাতিকভাবে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে তদন্ত এবং তার পরিবারের সম্পদের এতো বিশাল বিস্তৃতি এখন আলোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে।