বিশ্বকাপে বাংলাদেশের একেবারেই শোচনীয় পারফরম্যান্স। ব্যাপক প্রত্যাশা নিয়ে বিশ্বমঞ্চে হাজির হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ উপহার দিয়েছে ভুলে যাওয়ার মত কিছু ম্যাচ। টানা চার হারের পর দলের মনোবল বাড়াতে কলকাতায় উড়ে গেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তবে পাপনের উপস্থিতি বাংলাদেশকে কাঙ্খিত জয় উপহার দিতে পারেনি। কলকাতায় নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে বাংলাদেশ।
তবে এমন কঠিন সময়েও ক্রিকেট বোর্ডের প্রধানকে পাশে পাচ্ছেন ক্রিকেটাররা। চারপাশের সমালোচনাকেও সম্মান দিতে চান নাজমুল হাসান পাপন, ‘আমি ওদের এটাই বলেছি, দে শুড ফাইট ব্যাক। ওরা কী চায় বলুক, যখন যা চায় আমরা আছি। ওরা কথা দিয়েছে ওরা বসবে। এটাও বলেছে চাওয়ার কিছু নাই। আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস। এটা নিয়ে চিন্তা করছে কীভাবে আরও ভালো করা যায়। আশা করা ছাড়া উপায় নাই।’
পাপন আরও বলেন, ‘আমি বলেছিলাম, খারাপ সময়ে মানুষ অনেক কিছু বলবে। কারণ ভালো সময়ে মানুষ মাথায় নিয়ে নাচে। তাহলে খারাপ সময়ে বলবে না কেন। এই দুঃসময়ে কেউ না থাকলেও আমরা আছি।’