সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি আত্মহননে প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন হেনোলাক্সের পরিচালক ফাতেমা আমিন ও তার স্বামী ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন।
এর আগে পাওনা টাকা না পেয়ে রাজধানী ঢাকায় প্রকাশ্যে নিজ শরীরে আগুন আত্মহনন করেন গাজী আনিস।
এদিকে গ্রেফতারের পর বুধবার (৭ জুলাই) বিকেলে কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের জনসংযোগ ও গণমাধ্যমের পরিচালক খন্দকার আল মঈন জানান, আনিসকে বিনিয়োগের প্রলোভন দেখিয়েছিলেন আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোল্যাক্স) ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আমিন ও তার র্যাব। স্ত্রী ও পরিচালক ফাতেমা আমিন।
তিনি বলেন, গাজী আনিস নিজের জমানো টাকা এবং লভ্যাংশ দেওয়ার কথা বলে আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ করে টাকা এনে দেন নুরুল আমিনকে।। লভ্যাংশ পাওয়ার কয়েক মাস পর তা বন্ধ হয়ে যায়। এতে আত্মীয়-স্বজনের টাকা পরিশোধের চাপে পড়েন আনিস এবং এক পর্যায়ে তিনি আত্মহনন করেন।
উল্লেখ্য, গত সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাব সামনে দাড়িয়ে প্রকাশ্যে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন আনিস। এরপর গুরুতর অবস্থায় তাকে নিকস্থ একটি হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি। এ ঘটনায় পরবর্তীতে আনিসের ভাই নজরুল ইসলাম থানায় মামলা দায়ের করেন।