রাখি সাওয়ান্ত বলিউডের সব থেকে আলোচিত এমন সমালোচিত একটি নাম। নিজের নানা ধরনের সব বিতর্কটি কর্মকান্ড আর বক্তব্ব্যের কারনে বার বার তিনি হচ্ছেন সমালোচিত আসছেন আলোচনার খোরাক হিসেবে।বিশেষ করে রাখি সাওয়ান্তের দাম্পত্য কলহ এখন চরমে! রাখি এর আগে দ্বিতীয় স্বামী আদিল খান দুররানিকে মারধর, বিকৃত যৌন আচরণ, চুরির অভিযোগ এনেছিলেন, এবার ফের বোমা ফাটালেন অভিনেত্রী।
রাখির দাবি, আদিল একটি ‘নগ্ন ভিডিও’ শ্যুট করে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী। রাখির কথায়, ‘আদিল আমার নগ্ন ভিডিও শুট করেছিল এবং মানুষের কাছে বিক্রি করেছিল।
সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি। তনু চন্দেল নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন আদিল, এমনও অভিযোগ করেন রাখি।
বৃহস্পতিবার আদালতে পৌঁছে মিডিয়ার ক্যামেরার সামনে রাখি বলেন, ‘আদিল আমার সঙ্গে প্রতারণা করেছে। তার কখনোই জামিন পাওয়া উচিত নয়। এজন্য আমি নিজেই এখানে এসেছি। ডাক্তারি পরীক্ষা করেছি, প্রমাণ জমা দিয়েছি। আদিল আমাকে অকথ্য নির্যাতন করে, ওটিপি দিয়ে আমার কাছ থেকে সব টাকা নিয়ে নেয়।
রাখির পারিবারিক কলহ ও চুরির একাধিক অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার মুম্বাই পুলিশ আদিলকে গ্রেপ্তার করে। বুধবার আদালতে হাজির করা হলে আদিলকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
গত ৬ ফেব্রুয়ারি আদিলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন রাখি। পরের দিন আদিল আবার রাখির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ অভিনেত্রীর। এ সময় আদিলকে আটক করে ওশিওয়াদা থানার পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, আদিল ও রাখির দেখা হয় ২০২২ সালের জানুয়ারিতে। তারপর দুজনে মিলে একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলেন। পরে, ২০২২ সালের জুনে, আদিল একটি নতুন গাড়ি কেনার নামে ওই অ্যাকাউন্ট থেকে দেড় কোটি টাকা তুলে নেন। বুধবার গভীর রাতে একটি ভিডিও প্রকাশ করেন রাখি। পাঁচ মাস পুরনো ভিডিওতে আদিলকে বলতে শোনা যায় যে চার মাসের মধ্যে রাখির কাছ থেকে নেওয়া দেড় কোটি টাকা ফেরত দেবেন তিনি। সেই টাকার এক পয়সাও ফেরত পাননি বলে অভিযোগ করেন রাখি।
প্রসঙ্গত, সদ্য মা হারিয়েছেন রাখি। এরপরও আলোচনা থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। সম্প্রতি তার স্বামীকে নিয়ে গেছে পুলিশ। আর সেই কারণে তিনি যান আদালতে। সেখানে গিয়েও আলোকনায় ছিলেন সরগরম।আদালত চত্বরে রাখি আরও বলেন, ‘আমি জীবন্ত লাশ। আদিল জেলে যাওয়ায় আমি মোটেও খুশি নই। কি জন্য খুশি হতে হবে? সংসার করার জন্য বিয়ে করেছি, মা হতে চেয়েছিলাম। কিন্তু আট মাস যা সহ্য করেছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ‘