Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / ঝুঁকি নিয়েই শুরু করেছিলাম, আমার সিদ্ধান্ত সঠিক ছিল প্রমাণিত হয়েছে: প্রিয়াঙ্কা

ঝুঁকি নিয়েই শুরু করেছিলাম, আমার সিদ্ধান্ত সঠিক ছিল প্রমাণিত হয়েছে: প্রিয়াঙ্কা

বলিউড ইন্ডাষ্ট্রির বহুল আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি তার অভিনয় জগতের ক্যারিয়ারে অর্জন করেছেন ব্যপক সফলতা এবং সম্মাননা। এবং তিনি বলিউড ইন্ডাষ্ট্রিতে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তিনি শুধু বলিউডেই নয় হলিউড সিনেমায়ও নিজের অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন। সম্প্রতি তার অভিনীত হলিউডের এক সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমা প্রসঙ্গে বেশ কিছু কথা বললেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’। সিনেমাটি নিয়ে শুরু থেকেই প্রিয়াঙ্কা ভক্তদের মাঝে ছিল দারুণ কৌতুহল। তবে ২২ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির প্রতিটি শো হাউজফুল হলেও একদিন যেতে না যেতেই পাইরেসির কবলে পড়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মাঝে ব্যবসায়িক ঝুঁকির শঙ্কা তৈরি হলে প্রিয়াঙ্কা হাঁটছেন ভিন্ন পথে। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘পাইরেসি আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। এ নিয়ে আলোচনা না করাই ভালো। যদিও শুরুতেই একটি সিনেমা পাইরেসির কবলে পড়া দুঃখজনক। একটি সিনেমা নির্মাণের পেছনে অনেক শ্রম এবং প্রত্যাশা থাকে। দর্শক হলে গেলে সেই কষ্ট সার্থক হয়। তবে আমার নতুন সিনেমাটি পাইরেসির কবলে পড়লেও তা ব্যবসায়িক সাফল্যে প্রভাব ফেলতে পারবে না। কারণ যারা আমাকে ভালোবাসেন, ব্যতিক্রমী চরিত্রে দেখতে চান তারা অবশ্যই হলে যাবেন।’

এছাড়া প্রিয়াঙ্কার বলিউডের পাশাপাশি হলিউডে কাজ করার সিদ্ধান্ত কতটা সঠিক, এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মহলে আলোচনা-সমালোচনা রয়েছে। বিষয়টি নিয়ে এতদিন প্রিয়াঙ্কা চুপ থাকলেও এবার কথা বললেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘নিজের অবস্হান নিয়ে আমি গর্বিত। যদিও দীর্ঘ ১৮ বছরের পথটি মসৃন ছিল না। অনেক উত্থান-পতন দেখতে হয়েছে। অনেকটা ঝুঁকি নিয়েই হলিউড যাত্রা শুরু করেছিলাম। আমার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা এরইমধ্যে প্রমাণিত হয়েছে। ক্যারিয়ার নিয়ে আমি দারুণ খুশি।’

গোটা বিশ্ব জুড়েই পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া। এবং বিশ্ব জুড়েই তার রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। বর্তমান সময়ে নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অবশ্যে তিনি বলিউড এবং হলিউড দুই জায়গাতেই সময় দিচ্ছেন। এই অভিনেত্রীর অভিনীত সিনেমা গুলো দর্শক মাঝে ব্যপক সাড়া ফেলেছে।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *