গান্ধী জয়ন্তি উপলক্ষে পুরো ভারতব্যাপী এক ঘণ্টা চালানো হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। আর এই কার্যক্রমে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার কাজে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির সঙ্গে রাস্তায় ঝাড়ু দিতে দেখা যায় ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়াপুরিয়াকে।ঝাড়ু দিতে গিয়ে অঙ্কিতের কাছ থেকে বিভিন্ন ফিটনেস টিপসও নেন মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
মোদি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলেন বিজেপির বেশ কয়েকজন নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা।
আহমেদাবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লিতে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমেছেন বিজেপি প্রধান জেপি নাড্ডা।
‘মান কি বাতের’ সাম্প্রতিক এক এপিসোডে মোদি দেশবাসীর প্রতি ১ অক্টোবর ‘স্বচ্ছতার জন্য স্বেচ্ছাশ্রম’ দেওয়ার আহ্বান জানান। তিনি ওই সময় আরও জানান, এই কাজটি করার মাধ্যমে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর প্রাক্কালে তার প্রতি ‘স্বেচ্ছাভক্তি’ প্রদর্শিত হবে।
রাজনৈতিক দলের নেতারা ছাড়াও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ক্রিকেটার বিরাট কোহলি মোদির ডাকে সাড়া দিয়েছেন। তারা সাধারণ মানুষকে ‘এক তারিখ, এক ঘণ্টা ও এক সাথে’ এই অভিযানে অংশ নিতে এবং পরিচ্ছন্নতায় ভূমিকা রাখার আহ্বান জানান।