সম্প্রতি জায়েদ খান ও ওমর সানীর মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে সমালোচনা যে পিছু ছাড়ছে না তাদের। বিষয়টি শুধু ব্যক্তিগত না এর প্রভাব চলচ্চিত্র জগতেও পড়তে শুরু করেছে। এতে করে শিল্পী পরিবার সম্পর্কে দেশের মানুষের একটি বাজে মনোভাব তৈরী হচ্ছে বলে অনেকে মন্তব্য করেছে। এবার ওমর সানী ও মৌসুমিকে যে কথা বললেন জনপ্রিয় অভিনেত্রী নূতন।
চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের ‘চড়-পি/স্তল’কাণ্ডে উত্তাল চলচ্চিত্রপাড়া। গত ১০ জুন রাতে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জায়েদকে চড় মারেন সানি।
তার অভিযোগ-স্ত্রী মৌসুমীকে বিরক্ত করেন জায়েদ খানন। জায়েদ তার সুখী সংসার ভাঙতে চাইছে।
তবে মৌসুমী বলেন, জায়েদ তাকে অসম্মান করেননি। সে জায়েকে স্নেহের দৃষ্টিতে দেখেন।
এদিকে মৌসুমীর বক্তব্যের পর জায়েদ খান বলেন, ওমর সানি ভুল বুঝেছেন এবং ভুল করছেন।
স্ত্রী না পেলেও ছেলে ফারদিনকে পাশে পেয়েছেন ওমর সানি। বাবার সব অভিযোগই সত্য বলে দাবি করেছেন ফারদিন।
সব মিলিয়ে বিষয়টি নিয়ে চলচ্চিত্রের মানুষেরা রীতিমতো বিব্রত ও বিরক্ত তখন ওমর সানী ও মৌসুমীকে বেশ কিছু পরামর্শ দিলেন প্রায় সাড়ে তিন শতাধিক ছবির অভিনেত্রী নূতন।
মঙ্গলবার বিকেলে ফেসবুকে এক বিশাল স্ট্যাটাসের মাধ্যমে সানিকে নূতন এই পরামর্শ দেন তিনি।
তিনি লিখেছেন, ‘ঝড় থেমে যাবে! থামতে বাধ্য! যাকে বলা হয় প্রকৃতির নিয়ম। খারাপ সময়টা পার করবার জন্য নীরব থাকা ভালো! মানুষ সুযোগ নেয়! সুযোগ চায়! যে বলার যোগ্য সেও বলে, যে যোগ্য না সেও বলে, অনেকে বলে মজা পায়। কেউবা বলতে হবে তাই বলে। সুযোগ দেওয়া যাবে না! একদম না!নিজেদের স্বার্থে ও সন্তানদের ভবিষ্যতের সম্মানের কথা ভেবে চুপ থাকো। পরে সমস্যা সমাধান হবে। তবে এসব কথা (পারিবারিক সমস্যা, বদনাম, অপমান, তামাশা) থেকে যাবে যার সমাধান নেই। ‘
নূতন আরও লিখেছেন, ‘জীবনে সমস্যা না থাকলে জীবন নয়, সমস্যা থাকাই জীবন। আমাদের শিল্পীদের অনেক কিছু মুখ বুঝে সহ্য করে, সয়ে বেঁচে থাকতে হয়।। প্রয়োজনে নিজেকে হারিয়ে অন্যকেও জয়ের স্বাদ দিতে হবে। তবে যে ব্যথা পায় তার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষায় থাকে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বিচক্ষণতার পরিচয় দাও।আল্লাহ নীরবতাকে পছন্দ করেন। ‘
এমন দুঃসময়ে ওমর সানিকে স্রষ্টাকে স্মরণ করতে বলেন নূতন।
তিনি লিখেছেন, ‘মনের ব্যথা মানুষকে না বলে আল্লাহকে বলো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের এভাবেই দেখতে চাই। তোমরা ভালো দম্পতি এই উদাহরণ হও।বদনামের উদাহরণ হতে যেও না। ‘
প্রসঙ্গত, নিজেদের ভাল থাকার জন্য ধৈয্য ধারন করার পরমর্শ দিয়েছেন অভিনেত্রী নূতন। তিনি আরও বলেন, যারা বিপদে ধৈয্য ধরেন তাদের আল্লাহ ভালো করেন।