সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার। আর এই নির্বাচনে জয়লাভের পর প্রার্থী ঘটালেন ভিন্ন ধরনের কান্ড। জয়ের খবর পাওয়ার পর দুধ দিয়ে গোসল করেন নির্বাচনে বিজয়ী আলমগীর আলম যিনি চেয়ারম্যান পদে লড়ে এই জয় পেয়েছেন। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে এমন অভিনব কান্ড করার ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। মুহূর্তেই সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়, সারা দেশে এই বিষয়টি আলোড়ন সৃষ্টি করে।
নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম ফে’সবুকে লিখেছেন, নির্বাচনে জয়ী হলে তার মা ও চাচী তাকে দুধ দিয়ে গোসল করাতে চেয়েছিলেন। তারা তাদের কথা রেখেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনে বিজয়ের সংবাদ পেয়ে তারা দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন। পরবর্তীতে দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ফে’সবুকে পোস্ট করলে তা ভা’ইরাল হয়।
কিন্তু দুধ দিয়ে গোসলের ভিডিওটি ইতোমধ্যে ডিলিট করে দিয়েছেন আলমগীর আলম। অন্য আর একটি পোস্টে তিনি জানান, প্রিয় বন্ধুগন আমার আপলোডকৃত দুধ দিয়ে গোসলের ভিডিও নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন এবং আমি অনুধাবন করতে পেরেছি এই ব্যাপারটিকে অনেকেই ইতিবাচকভাবে নিতে পারেননি।
যেহেতু আমি আনন্দের মুহুর্তে আবেগের বশবর্তী হয়ে এই ধরনের কাজ করে ফেলেছি, সেখানে ভালো-মন্দ বা হিতাহিত বিষয়টি বিবেচনায় আসেনি এবং নিজের অসতর্কতায় এমন কান্ড করেছি, তাই এর ঘটনার বিষয়ে আমি কোনো ধরনের যুক্তি উপস্থাপন করতে চাই না। সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে তারা আমার কাছে এমনটি দাবি করেছিল তাই তাদের ইচ্ছা পূরন করেছিলাম মাত্র। আমি ইতিমধ্যে ভিডিওটি মুছে ফেলেছি।