Thursday , January 9 2025
Breaking News
Home / Entertainment / জয়ার সঙ্গে সেই ভাইরাল অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন পঙ্কজ

জয়ার সঙ্গে সেই ভাইরাল অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন পঙ্কজ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জাদুতে দেশের গণ্ডি  পেরিয়ে ওপার বাংলায়ও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নেন তিনি। এগুলো পুরনো কথা। নতুন খবর হলো বলিউডে নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। অনিরুধ রায় পরিচালিত, ‘করক সিং’ শিরোনামের সিনেমাটি শুক্রবার (8 ডিসেম্বর) OTT প্ল্যাটফর্ম G-৫-এ মুক্তি পেয়েছে।এতে সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি, যা নিয়ে নেটমাধ্যমে চলছে চর্চা।

এই প্রথম জয়ার সঙ্গে অভিনয় করলেন পঙ্কজ। প্রথম ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে অভিনেতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, এই প্রথম এমন দৃশ্যে অভিনয় করলাম। কিন্তু কোনো প্রস্তুতি ছিলোনা।  পেশাদার অভিনেতা হিসেবে আমি শুধুই নিজের সহ-অভিনেতার স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেছি। কোনোরকম অসুবিধা হয়নি। দৃশ্যটি খুবই নান্দনিকভাবেই শুট করা হয়েছে। সেখানে কথোপকথনও খুব সুন্দর।

তিনি বলেন, পঙ্কজ এর আগে জয়াকে চিনতেন না। এমনকি এই অভিনেত্রীর কোনো সিনেমাও তিনি দেখেননি। তবে তার অভিনয়ের প্রশংসা করতে ভুললেন না।

পঙ্কজের মতে, জয়ার কোনো ছবি আগে দেখিনি। কিন্তু টোনিদা জয়ার কথা বলার পর তার কিছু বাংলাদেশী ছবি দেখলাম। অনেক পরিণত অভিনেত্রী। একসাথে কাজ করাটা দারুণ ছিল।

অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব (পঙ্কজ) জানে না তিনি কে, কোথা থেকে কীভাবে হাসপাতালে এসেছেন। পরিচয় সংকটে ভোগা এই ব্যক্তির মেয়ের পরিচয়ে আসেন সানজানা সাংঘি ও প্রেমিকার পরিচয় নিয়ে আসেন জয়া আহসান। আসেন অফিসের বসও। তারা তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না তিনি, নাকি না চেনার ভান করেন? তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।

জয়া ছাড়াও তারকাখচিত এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী, পার্বতী, সঞ্জনা সাঙ্ঘী প্রমুখ অভিনয় করেছেন। নভেম্বরে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বাংলাদেশি অভিনেত্রী।

About Nasimul Islam

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *