হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ার কারনে দুর্ভোগে পড়েছে সাধারন মানুষ। এর আগে থেকেই এমন আভাস কিছুটা পাওয়া যাচ্ছিল যে জ্বালানি তেলের মুল্য বৃদ্ধি পাবে তবে গত পরশু রাত থেকে সরকারি ঘোষনার পর থেকেই এই তেলের দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।
জ্বালানি তেল ও বাসভাড়া বাড়ার সমালোচনার মধ্যে লোডশেডিং নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
প্রতিমন্ত্রী বলেন, আগামী মাস থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবে। উৎপাদন বাড়িয়ে অক্টোবর মাস থেকে স্বাভাবিক হবে লোডশেডিং।
রোববার (৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, লোডশেডিং কমাতে এলাকাভিত্তিক কারখানা বন্ধের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে। তবে জালানি তেল নিয়ে কোনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিশ্ববাজারে তেলের দাম বাড়ার কারন দেখিয়ে বাংলাদেশে জ্বালানী তেল পেট্রোল এবং অকটেন এর দাম বেড়েছে। তবে এই দাম বাড়ার যে শতাংশ তা নিয়ে মানুষের মনে নানা আলোচনার জন্ম দিয়েছে। ৫১ শতাংশ মুল্য বৃদ্ধি রিতিমত রেকর্ড সৃষ্টি করলো