কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর। তিনি বলেন, সব নির্বাচনে জিততে হবে এমননা কথা নয়, ‘বিএনপি মনে করে যখনই ক্ষমতায় আসবে নির্বাচন করবে, ১৫ বছর কেটে গেল;। এ ধরনের অপতৎপরতায় গেলেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।
আজ বিকেল ৫টায় ঝালকাঠির কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পথসভায় তিনি এ মন্তব্য করেন।
শাহজাহান ওমর বলেন, ‘ব্যাঙের প্রস্রাবে পাছার খাওয়া যায় না, বাঘের গর্জন শোনা যায়, কিন্তু শিয়ালের হুক্কা হুয়া বড় বিচ্ছিরি। আমি কোনখানের কথা বলেছি আপনারা বুঝতে পারছেন।’
সম্প্রতি আওয়ামী লীগে যোগদানকারী শাহজাহান ওমর বলেন, আমি ২৯ নভেম্বর কারাগার থেকে বের হয়েছি। ৩০ নভেম্বর আমাকে ফোনে বলা হয় প্রধানমন্ত্রী আপনাকে সালাম জানিয়েছেন।
আমি বিস্মিত, তিনি আমাকে সালাম দিলেন, এটা ভাগ্যের ব্যাপার। আমি আমার স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে চলে গেলাম। প্রধানমন্ত্রী আমাকে বললেন আপনি আমার দল থেকে নির্বাচন করেন। আমি বললাম কিভাবে করব, আপনি তো একজনকে ইতিমধ্যে সেখানে (ঝালকাঠি-১ আসনে) একজনকে পাঠিয়েছেন।
উনি বললেন, ওটা আমি বুঝব। আমি একটি শর্ত দিলাম, নেত্রী আমি তো বঙ্গবন্ধুর লোক, জয় বাংলার লোক, জয় বাংলা বলে দেশ স্বাধীন করেছি। আমার নেতৃত্বে বরিশাল বিভাগ স্বাধীন হয়েছে। আমার বয়স তখন ছিল মাত্র ২৪ বছর। তিনি আমার সব কথা শুনে মনোনয়ন দিয়ে দিলেন।
’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।