প্রায় ১ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির দুই শীর্ষ নেতা মির্জা আব্বাস এবং ফখরুল ইসলাম আলমগীর। গত ৭ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েক দফায় তাদের জামিন আবেদন করা হলেও তারা জামিন পাননি। এই দু’জনকে না”শকতার মামলায় গ্রেফতার করা হয় এবং আদালত তাদের বিচারাধীন অবস্থায় রাখেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলগেটে নেতাকর্মীরা তাদের বরন করতে আসেন সেখানে তাদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
কারাগারের দুর্দশার কথা বলতে গিয়ে তিনি বলেন, কারাগারে আটক আমাদের আমাদের ছেলেরা যে কী দুর্দশায় আছে তা আল্লাহ জানেন আর আমরা দেখে এসেছি। ’ সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস।
জেলগেটে তাদের স্বাগত জানাতে যাওয়া নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, আমরা কোনো অন্যায় করিনি, আমরা কোনো পাপ করিনি।
আমরা দেশের মানুষের কথা বলতে গিয়েছিলাম। ‘
তিনি বলেন, আমরা এই বয়সে অসুস্থ অবস্থায় দেশের মানুষের কথা বলতে গিয়েছিলাম, দেশের মানুষের ভাগ্যের কথা বলতে গিয়েছিলাম, দেশের মানুষের ভোটাধিকারের কথা বলতে গিয়েছিলাম। আমরা দেশের মানুষের খাবারের কথা বলেছি, বাজার দরের কথা বলেছি।’
আব্বাস বলেন, ‘এটা কি আমাদের অন্যায় হয়েছে? আমরা কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। তারপরও, আমরা প্রত্যেকে কয়েকবার জেল খেটেছি। সময় থেকে বঞ্চিত করেছে, নেতাকর্মীদের কাছ থেকে আমাদের বঞ্চিত করেছে। ’
কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের দুর্দশার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ‘আজ আমাদের মুক্তি খুবই আনন্দের বিষয়। কিন্তু আমাদের হাজার হাজার ছেলে জেলে বন্দী। এই ছেলেদের দুঃখ-দুর্দশা আমি আপনাদের কাছে বর্ণনা করতে পারব না। খোদা জানেন এই ছেলেদের দুর্দশা এবং আমরা সেটা দেখে এসেছি।’
বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, এই সরকারের কাছে আশা করা মুশকিল, হলেও আমি বলবো আপনারা আমাদের এই কর্মীদের প্রতি সদয় ও বিবেকবান হবেন। আপনারা আমাদের নেতাকর্মী ও ছেলেদের প্রতি বিবেকবান হোন, দেখেন তারা কেমনে আছে। তারা চোর নয়, ডাকাত নয়, তারা সবাই রাজনৈতিক কর্মী।’
এদিকে বিএনপি নেতাকর্মীরা তাদের মুক্তি পাওয়ার পর অনেকটা মনোবল ফিরে পেয়েছেন। এদিকে আগামীতে আন্দোলন জোরদার করনের জন্য নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলা পর্যায়েও কেন্দ্রীয় নেতাদের সক্রিয়ভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পর্যায়ের নেতার।