সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে সরকারের একতরফা ভোটে অংশ নিতে অনেকে লাইন ধরেছে।কারণ তারা সরকারের টোপ গিলেছে।অথচ এই দলগুলোই সরকার বিরোধী আন্দোলন করছে দীর্ঘ ধরে শুধু মাত্র ক্ষমতার লোভে তারা সরকারের সফর গণবিরোধী সিদ্ধান্তের এক্যৈমত পোষণ করতে পিছপা হলো না।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
জেনারেল ইব্রাহিমের লাইনে আছে আরো অনেকে। আমি আর নাম কইলাম না। নাম কইলে পরে কোন কারণে না যাইতে পারলে, বা না পোষাইলে, আইস্যা আমারে ধরবে, আর কইবে; কই আমি কি গেছি? তবে যতো তাড়াতাড়ি এইগুলা বিদায় হয় ততোই ভালো। হে খোদা আমাদের চলার পথ আরো কঠিন কইর্যা দাও।।আমাদের পরাজয়ের মুখোমুখি দাড় করায়ে দাও, যেন আমরা ওই মুহুর্তে পৌছায়েও বীরের মতো লড়তে পারি।
প্রসঙ্গত, বর্তমান সরকার বুঝতে পারছে যে তারা একতরফা নির্বাচন করে আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না যা কারণে তারা কিছু ক্ষমতা লোভি ব্যক্তি সর্বস্ব দলকে ফাঁদে ফেলে নিজেদের কাছে নেওয়া চেষ্টা করে যাচ্ছে।