টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে নতুন জীবনের আশায় তিন সন্তানের পিতা ও ঐ এলাকার সাবেক ইউপি সদস্য নিখোঁজ হয়েছেন। শফিকুল ইসলাম নামের ঐ ব্যক্তির এই ধরনের কর্কান্ডের জন্য ঐ এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। আলোচিত এই ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরাইল ইউনিয়ন এলাকার নরুন্দা নামক গ্রামে। এই ঘটনায় উধাও হওয়া ঐ প্রবাসীর ব্যাক্তির ১৭ বছর বয়সী ছেলে দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গতকাল (বুধবার) সরেজমিনে ঐ এলাকায় গিয়ে দুই পরিবারের সঙ্গে কথা হয়। জানা যায়, একই এলাকার ৪০ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পাথরাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য শফিকুল ইসলামের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে শফিকুলের স্ত্রী পারুল বেগমের সঙ্গে প্রবাসীর স্ত্রীর বিভিন্ন সময় কথা কাটাকাটি হয়।
এতে প্রবাসীর স্ত্রীর মাথায় জেদ চাপে। তিনি শফিকুলের স্ত্রী পারুল বেগমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন- এক দিনের জন্য হলেও তিনি শফিকুল ইসলামের স্ত্রী হবেন। এ জেদেই রোববার বিকালে শফিকুলকে নিয়ে উধাও হয়েছেন প্রবাসীর স্ত্রীর। এমন অভিযোগ শফিকুল ইসলামের স্ত্রী পারুল বেগমের।
এলাকাবাসী জানান, শফিকুল ইসলামের বেপরোয়া চলাফেরা প্রতিবেশীদের অতিষ্ঠ করে তুলেছে। এর আগেও আরেক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে বিদেশে পাঠিয়ে দিয়েছে শফিকুল।
এই ঘটনার বিষয়ে শফিকুল ইসলামের সাথে কথা বলতে তাকে ফোন করা হলেও তার ফোন খোলা পাওয়া যায়নি। আবুল হোসেন যিনি দেলদুয়ার থানার এসআই হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জানান, ঘটনার পর ঐ প্রবাসী ব্যক্তির ছেলে থানায় এসে একটি সাধারন ডায়েরি করে গেছে। তবে তারা দুজন যে কাজ করেছে সেটা কোনোভাবে কাম্য নয়। ঐ নারীর সন্তানদের বিষয়ে ভাবা উসিৎ ছিল।