জীবিকার তাগিদে পরিবার-পরিজন ফেলে গত বছর কয়েক আগেই সুদূর সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন প্রবাসী জয়নাল আবেদীন। আর সেখানে দীর্ঘদিন কাজের পর দেশে ফেরার জন্য বাংলাদেশগামী বিমানের জন্য মদিনা থেকে জেদ্দা বিমানবন্দরে এসে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না জয়নালের। বিমানের উঠার আগেই হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই না ফেরার দেশে পাড়ি জমান জয়নাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
ইমিগ্রেশনও শেষ করেছেন। তিনি বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। তবে এবার তিনি আসবেন নিথর দেহ হয়ে। মঙ্গলবার (১৬ আগস্ট) সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ৩নং মাদার্শা ওয়ার্ডের মৃত আশরাফ আলী সিকদারের ছেলে।
জয়নাল ২২ বছর আগে পরিবারে সমৃদ্ধি আনতে সৌদি আরবে পাড়ি জমান। পারিবারিক জীবনে তিনি বিবাহিত। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।
নিহতের বড় ভাই মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার বলেন, আমার ছোট ভাই জয়নালের ডোকার সৌদি আরবের মদিনায় ছিল।
৩ বছর আগে শেষবারের মতো দেশে এসেছিলেন তিনি। মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন ক্লিয়ার করে ফ্লাইটে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি।
জানা গেছে, জেদ্দায় বাংলদেশগামী বিমানের অপেক্ষায় থাকে প্রবাসী জয়নাল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে, দায়িত্ব এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর পরিবার-স্বজনদের পাশাপাশি শোকের ছায়া ভাসছেন এলাকাবাসীও।