Friday , September 20 2024
Breaking News
Home / International / জীবন-মরণ সংকটাপন্ন অবস্থায় আইসিইউতেই ডাক্তারের সঙ্গে রনির রসিকতা

জীবন-মরণ সংকটাপন্ন অবস্থায় আইসিইউতেই ডাক্তারের সঙ্গে রনির রসিকতা

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন মিরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি। কিন্তু দুৰ্ভাগ্যবসত সেখান থেকে আর বাসায় ফেরা হয়নি তার। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষন পরেই বেলুন বিস্ফোরণের গুরুতর আহত হন তিনি। এই মুহূর্তে হাসপাতালের বিছানায় দিন কাটছে তার।

‘ডাক্তার, প্রথমবার এসেছি। তাই এত লোক। দ্বিতীয়বার এলে কেউ আসবে না,’ হাসপাতালের আইসিইউ বেডে শুয়ে এমন রসিকতা করছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।

ড. সামন্ত লাল সেন বলেন, ‘রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ দুপুর ১টায় মেডিকেল বোর্ড বসবে। তারপর বিস্তারিত বলা যাবে।’

রনির বন্ধু ও ব্যবসায়িক অংশীদার সোহেল আহমেদ ওরফে সুমন্ত সোহেল শনিবার বলেন, ‘রনিকে যখন আইসিইউতে নেওয়া হয়, তখন অনেক মানুষ সেখানে ভিড় করেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন হাসপাতালের লোকজন।

পরিস্থিতি উত্তপ্ত হলে রনি সবাইকে শান্ত করার চেষ্টা করে। ডাক্তারকে ডেকে বললেন, ‘ডাক্তার, আমি প্রথমবার এসেছি। তাই অনেক মানুষ.’

‘শরীরে ২৫ শতাংশ পুড়েও রনি মনোবল হারাননি’ উল্লেখ করে সোহেল আরও বলেন, ‘রনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলেছেন, পুরো পরিবারকে সান্ত্বনা দিয়েছেন।’

এর আগে গ্যাস বেলুন বিস্ফোরণে কমেডিয়ান রনিসহ ৫ জন দগ্ধ হন।

এ ঘটনায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে তার অবস্থা বেশ গুরুতর হওয়ায় সেখান থেকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৭২ ঘন্টা না গেলে কোনো কিছুই বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসক।

About Rasel Khalifa

Check Also

বাংলাদেশে ভারতের রপ্তানিতে বড় পতন

বাংলাদেশে ভারতের রপ্তানিতে বড় পতন হয়েছে। শুধু আগস্টেই রপ্তানি কমেছে ২৮ শতাংশ। ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *