মানুষ নতুনত্যকে বেশি ভালোবাসে। কারো কাছেই পুরাতন একটি জিনিস বেশিদিন ভালো লাগেনা, যদিও লাগে তার থেকে বেশি আকর্ষিত থাকে সে নতুনত্যের ভিতর। তেমনটাই নব্বইয়ের দশকে আসা পপ গান। ঐসময় পুরনো গানগুলোর মাঝে যেনো পপ ব্যান্ডের গানগুলো আলোড়ন ফেলেছিলো তরুণ সামজে। সেই পপ তারকাদের মধ্যে অন্যতম একজন জনপ্রীয় দেশী তারকা হচ্ছেন তিশমা। গেয়েছেন অনেক জনপ্রীয় গান উপহার দিয়েছেন দর্শকদের অনেক অ্যালবামও। সাড়া ফেলেছিলেন ব্যাপকভাবে। গানের তালে তালে নিজের অঙ্গভঙ্গী যেন তাক লাগিয়ে দিয়েছিলো সেই সময়ে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তিশমা। পপ ঘরানার গানে নিজস্ব স্টাইলের মাধ্যমে আলোড়ন তৈরি করেছিলেন এই গায়িকা। তিনি ‘বাংলার রক সম্রাজ্ঞী’ নামেও পরিচিত। বাংলাদেশে পপ সঙ্গীতে একজন প্রধান অগ্রপথিক ও প্রবর্তনকারী হিসেবে বিবেচনা করা হয় তাকে।
বেশ কিছু সফল অডিও অ্যালবামও উপহার দেন তিশমা। পাশাপাশি প্রযোজন প্রতিষ্ঠানগুলো ব্যস্ত হয়ে পড়ে তার মিউজিক ভিডিওর জন্য। নিজের ভিডিওতে নিজেই পারফর্ম করে তিশমা শ্রোতা-দর্শকদের মনে জায়গা করে নেন। স্টেজেও ব্যাপক ব্যস্ত সময় কাটান।
অডিও ইন্ডাস্ট্রির মন্দার কারণে তিশমা ফিজিক্যালি অ্যালবাম প্রকাশ অনেকটাই বন্ধ করে দেন। এর পরিবর্তে ইউটিউবে নিজের গান প্রকাশ করতে থাকেন। তাও একেবারেই অনিয়মিতভাবে। আগের মতো করে স্টেজ এবং টিভি শোতেও পাওয়া যায় না তাকে। দীর্ঘ সময় ধরে অনেকটা আড়ালেই আছেন এই পপ তারকা।
গানের ভুবনে অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় সরব তিশমা। প্রায়ই নিজের বিভিন্ন লুকের ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। শনিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। খোলা চুলে, বাদামি চোখের মনিতে নেটাগরিকদের নজর কাড়েন তিনি।
ক্যাপশনে তিশমা লিখেছেন- ‘আমি মারা গেলে সহানুভূতি প্রকাশ করবেন না, জীবন আমার কাছে সবসময় একটি খেলা ছিল।’
প্রসঙ্গত, এই পর্যন্ত তিশমার মোট ১১ টি একক সঙ্গীত অ্যালবাম প্রকাশ পায়। যার প্রত্যেকটি তালিকার শীর্ষে এবং যা বিক্রির রেকর্ড ভাঙে।
এমনিতেই তারকাদের নিয়ে কৌতুহলের কোনো শেষ নেই মানুষের তাও আবার যদি হয় তিশমার মত পপ তারকা তাহলে তো কোনো কথাই থাকেনা। আসলে এই স্ট্যাটাস দিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন ষে ব্যাপারে কিছু জানা যায়নি। হঠাৎ কেনইবা এমন লেখা! তবে ধারণা করা হচ্ছে মন হয়ত তার খুব বেশি ভালো নেই। লেখাটার ভিতর রয়েছে একরাশ হতাশার ছাপ। তবে কি জন্য এমন লেখা কি হতে যাচ্ছে এসব জানতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে আরো।