সম্প্রতি রহিমা বেগম নামে এক নারী নিখোঁজ হলে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। পরে তার মেয়ে মরিয়ম মান্নান সংবাদ সম্মেলনে তাকে পাওয়ার আকুতি জানিয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়ে। মাকে পাওয়ার এমন আবেদন দেখে অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে রহিমা বেগমের সন্ধান শুরু করে অবশেষে তাকে উদ্ধার করে। তবে তার নিখোঁজ হওয়ার পিছনে তার মেয়ের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য হুবাহু সেটি নিচে তুলে ধরা হলো।
জীবনে মরিয়ম মান্নানের মতো আরো অনেকের প্রতারণার শিকার হইবেন। তারপরেও আপনাকে অন্যের দুঃখে ব্যথিত হইতে হবে, অন্যের বিপদে পাশে দাড়াইতে হবে, অন্যের অশ্রুপাতে বিচলিত হইতে হবে, ভুল মানুষরে বিশ্বাস করতে হবে, ভুল মানুষকে বন্ধু ভাবতে হবে।
এটাই মানুষের কাজ। খোদাতায়ালা আমাদের শুধু বুদ্ধি দেন নাই আবেগও দিছেন। তাই আবেগতাড়িত হওয়া দোষের না। আবেগতাড়িত হইয়া ঠকাটা বেকুবি না। এইটা একটা অতি মানবিক বিষয়। আবেগতাড়িত হইয়া ঠকেন, নিজেরে ধিক্কার দেন কিন্তু আবেগরে না।
আপনি দুনিয়াতে প্রতারক কম পাইবেন, ভালো মানুষ বেশী পাইবেন। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই বেশী। আবেগ আছে জন্যই আমরা ঈশ্বরচিন্তা করতে পারি, আবেগ আছে জন্যই আমরা সৃষ্টির রহস্যময়তা নিয়া চিন্তা করতে পারি, আবেগ আছে জন্যই আমরা ভালোবাসতে পারি। ওইটা আছে জন্যই আমরা মানুষ। আশরাফুল মখলুকাত।
প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার পিছনে সম্পর্ন হাত রয়েছে মরিয়ম মান্নানের অথচ দেশের মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলেছে সে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তবে মানুষ বিষয়টি নিয়ে আবেগ দেখিয়েছে তাই বলে এটা প্রমাণ হয় না সবাই খারাপ।