Thursday , November 14 2024
Breaking News
Home / Entertainment / জীবনের শেষ পর্যায়ে এসে বাচ্চার বাবা হতে চান সালমান খান, তবে চান না বাচ্চার মাকে

জীবনের শেষ পর্যায়ে এসে বাচ্চার বাবা হতে চান সালমান খান, তবে চান না বাচ্চার মাকে

বলিউড ‘ভাইজান’ খ্যাত তারকা সালমান খানকে নিয়ে যেন শেষ নেই আলোচনা-সমালোচনার। এদিকে ইতিমধ্যেই জীবনের ৫৭তম বসন্ত উপভোগ করতে চলেছেন তিনি। আজ ২৭ জানুয়ারি গুণী এই অভিনেতার জন্মদিনে শুভেচ্ছাবার্তা ভাসিয়েছেন তার অগনিত ভক্ত-শুভাকাঙ্খী।

‘ভাইজান’-এর জীবনে আসবেন কি নতুন নায়িকা? তা নিয়ে ফের জল্পনায় অনুরাগীরা। সালমান অবশ্য বাবা হতে আগ্রহী। সে কথা আগেও জানিয়েছেন। শুধু স্পষ্ট করে দেন, কোনও মহিলাকে জীবনসঙ্গিনী হিসাবে চান না।

শিশুদের প্রতি সালমানের ভালোবাসার বিষয়টি বিভিন্ন সময়ে বোঝা গেছে। বোন অর্পিতা খানের দুই সন্তান আহিল ও আয়াত তার চোখের মণি। তিনি তার চলচ্চিত্রে শিশু অভিনেতাদের সাথেও বন্ধুত্ব করেছেন। বাচ্চারাও ‘সাল্লু আঙ্কেল’ কে পছন্দ করে। সালমানের একটি ভিডিও এই বছর ভাইরাল হয়েছে, যেখানে ‘আল্লা দুহাই হ্যায়’ এবং ‘রেস ৩’-এর গানে বাচ্চাদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে।

সালমানের মতে শিশুরা পবিত্র। তাঁর জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক, চান নায়ক। কিন্তু উপায় কী? বিয়ে তো করতেই চান না। এ দিকে বাবা হওয়ার শখ ষোলো আনা! এক সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেন, “আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে মা-ও তো থাকবে! আমি কোনও মা চাই না। এ দিকে মায়েদের দেখাশোনা করার মানুষ প্রয়োজন হয়। তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি। সবার জন্যই ভাল হল এতে। আমারও সন্তানের অভাব নেই, মায়েরাও একা নন আর।”

উল্লেখ্য, ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’না সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সালমান খান। বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি।

About Rasel Khalifa

Check Also

গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, জানা গেল কনের পরিচয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যখন সারা দেশের মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তখন বেশ নিরব ছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *